North24Paragana1

May 06 2023, 16:21

আন্তঃরাজ্য সাইকেল পাচারকারী চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ


উত্তর ২৪ পরগনা:বেশ কিছুদিন ধরে সোদপুর, পানিহাটি,খরদহ,টিটাগড় আগরপাড়া অঞ্চল জুড়ে দামি দামি সাইকেল চুরির ঘটনা ঘটছিল।সাইকেল চুরির তদন্তে নামে খড়দহ থানার পুলিশ। খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকারের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম গঠন করা হয় সাইকেল পাচারকারীকে ধরার জন্য। অবশেষে সাফল্য পেল খরদহ থানার পুলিশ।

চুরি যাওয়া দামি দামি ১০টি সাইকেল সহ আন্তঃরাজ্য সাইকেল পাচারকারীর মূল পান্ডা বিশ্বজিৎ গুপ্ত ওরফে মন্টুকে রাসমনি মোড় থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ।অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।ধৃতের সঙ্গে আর কোন কোন চক্র জড়িত আছে তা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।

North24Paragana1

May 06 2023, 12:24

পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের গোষ্ঠীকোন্দল


উত্তর ২৪ পরগনা:তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন রাজ্য ও জেলার কোথাও জলাশয় ভরাট করে কোন কাজ করা যাবে না। আর সেই দলের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে এবার পুকুর ভরাট হচ্ছে খরদহ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়।আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রকাশ্যে শুরু হয়েছে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের গোষ্ঠীকোন্দল।

খড়দহ পৌরসভার এলাকায় খাল সংস্কারের কাজ চলছে।প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব পাল চৌধুরীর অভিযোগ খড়দহ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় এলআইসি কোম্পানির সরকারি জলাশয়ের জমি রাতের অন্ধকারে খাল সংস্কারের মাটি পৌরসভার ট্রাক্টর করে নিয়ে এসে ভরাট করা হচ্ছে। আর এই গোটা ভরাট করার ঘটনা ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার মৌসুমী পালের নেতৃত্বে হচ্ছে।এমনটাই অভিযোগ প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব পাল চৌধুরীর।রাতের অন্ধকারে এলাকায় ট্রাক্টর ঢোকার শব্দে অতিষ্ঠ এলাকাবাসী।

তাই এই ঘটনায় সরব হয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারাও,যেখানে পুকুর ভরাটের ঘটনা ঘটছে সেখানে বিক্ষোভ দেখায় প্রাক্তন কাউন্সিলার ও তার অনুগামীরা। প্রাক্তন কাউন্সিলার সঞ্জীব পাল চৌধুরীর নিয়ে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান কাউন্সিলার মৌসুমী পাল।মৌসুমী পালের অভিযোগ সেখানে কোন জলাশয় ভরাট করা হচ্ছে না।সেখানে রাস্তা তৈরি হবে। প্রাক্তন কাউন্সিলার ৫ বছর ঘুমিয়ে কাটিয়েছেন।এলাকায় কোন উন্নয়ন করেননি।তাই আমি উন্নয়নের কাজ করছি বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছেন প্রাক্তন কাউন্সিলার।

গোটা ঘটনায় পৌরসভার পক্ষ থেকে উপ পৌরপ্রধান সায়ন মজুমদার বলেন,দুপক্ষের অভিযোগ পৌরসভায় জমা পড়েছে। জলাশয় ভরাট করে কোন উন্নয়নের কাজ পৌরসভা বরদাস্ত করবে না।অন্যদিকে, পুকুর ভরাট নিয়ে শাসকদলেরই প্রাক্তন ও বর্তমান কাউন্সিলারদের গোষ্ঠীকোন্দলের ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।আর শাসকদলেরই দুই কাউন্সিলরের গোষ্ঠীকোন্দলের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।

North24Paragana1

May 06 2023, 11:00

নৈহাটির অরবিন্দ রোডে ভেঙে পড়ল পুরাতন ত্রিতল বাড়ির একাংশ


উত্তর ২৪ পরগনা:শুক্রবার রাতে আচমকা ভেঙে পড়ল নৈহাটির অরবিন্দ রোডের একটি বহু পুরানো ত্রিতল বাড়ির একাংশ। ঘটনায় দুজন আহত হয়েছেন বলে সূত্রে খবর। নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাট যাবার এই রাস্তায় আচমকা জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্কিত পথ চলতি মানুষজন এবং ক্রেতা-বিক্রেতারা।

বাড়ি ভেঙে যাওয়ার খবরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, নৈহাটি থানার পুলিশ ও নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। পুরপ্রধান বলেন, ওই জীর্ণ বাড়িটির শরিক অনেকজন। বাড়ির নিচে দোকানও আছে। তবে বড় ধরনের ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

North24Paragana1

May 05 2023, 16:42

দক্ষিণেশ্বর মোড়ে ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে ১৬টা সিসি ক্যামেরা সহ যাত্রী প্রতীক্ষালয়র উদ্বোধন


উত্তর ২৪ পরগনা:আজ বুদ্ধপূর্ণিমায় সারা রাজ্য সহ দেশ ব্যাপী বুদ্ধ পূর্ণিমার আরাধনায় যখন মানুষ ব্যস্ত, তখন ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে এই শুভদিনে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা ট্রাফিক কর্মচারীদের পাশে থাকার উদ্যোগে উদ্যোগী হয়ে আজ দুপুরে দক্ষিণেশ্বর মোড়ে ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে ১৬টা সিসি ক্যামেরা যাত্রী প্রতীক্ষালয় এবং ডানলপ বেলঘড়িয়া ট্রাফিক গার্ডের অধীনস্থ যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার কর্মী এবং পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত কর্মীরা ট্রাফিকের সাথে কাজ করেন তাদের পাশে থাকার জন্য ছাতা এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ।তারা যেভাবে এই রোদ্দুরে বৃষ্টিতে মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে ট্রাফিক ব্যবস্থাকে সুন্দর এবং সচল রাখতে থাকে তাদের কথা মাথায় রেখে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হলো ।

এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক এবং রাজ্য বিধানসভার উপ মুখ্য সচেতন তাপস রায় ডিসি সেন্টাল আসিস মৌর্য ডিসিপি ট্রাফিক সন্দীপ করার এসিপি ট্রাফিক প্রিয়ব্রত বক্সি বরানগর পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু পৌরপ্রধান পরিষদ সদস্য অঞ্জন পাল সহ বরানগর থানা বেলঘড়িয়া থানা কামারহাটি থানা দক্ষিনেশ্বর থানার আইসি সহ উচ্চপদস্থ আধিকারিকেরা।

North24Paragana1

May 05 2023, 12:14

পঞ্চায়েতে কোটি টাকার দুর্নীতি নিয়ে তদন্তে প্রশাসনিক আধিকারিকেরা


উত্তর ২৪ পরগনা:প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্রনাথ বৈদ্য ও উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, এলাকার পুকুর খনন, রাস্তা, পাইলিং সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবে না করে কাগজে-কলমে করেছে। কোথাও কোথাও কাজ করলেও বাস্তবে সঠিকভাবে কাজ করেনি। আনুমানিক প্রায় দুই কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ তোলে এলাকার বিজেপি কর্মী তথা ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গোবিন্দ অধিকারী সহ এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা।

বিডিও, মহকুমা শাসক, জেলাশাসক দফতরে এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরে তারা এই অভিযোগ লিখিত আকারে জানিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার জন্য মহাকুমা দপ্তরের দুই প্রতিনিধি ও হিঙ্গলগঞ্জ বিডিও দপ্তরের দুই প্রতিনিধি এসে ঘটনার তদন্ত করেন। এলাকায় এলাকায় গিয়ে তারা কাজ খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। তবে এই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দিতে চাইনি মহাকুমা ও বিডিও দপ্তর থেকে আসা প্রতিনিধিরা।

North24Paragana1

May 04 2023, 16:55

পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক বাড়িতে সিবিআই


উত্তর ২৪ পরগনা:প্রায় পাঁচঘন্টা পর নিউব্যারাকপুরে সুকান্ত আচার্যের বাড়ি থেকে বেড়িয়ে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল।তারা এই দিন একজন সাক্ষী কে নিয়েই এসেছিলো পার্থ চট্টোপাধ্যায় এর প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের এর বাড়িতে।অবশেষে দীর্ঘক্ষণ তল্লাশি জিজ্ঞাসাবাদ শেষে সাক্ষী কে নিয়ে বেড়িয়ে যান।

সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে রাজি নয় সিবিআই আধিকারিকরা।আমরা পরিবারের সাথে কথা বলতে গেলে তারাও বলেন সংবাদমাধ্যমকে কিছু বলবে না।সুকান্ত আচার্য বাড়িতেই নেই,তারা সিবিআই তল্লাশির বিষয়ে কিছু বলবেন না।এমনটাই জানিয়ে দরজা বন্ধ করে দেন।

North24Paragana1

May 04 2023, 15:56

ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে সিবিআই


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের বাড়িতে সকালে আসে সিবিআইয়ের অফিসারা। বিকেল তিনটে নাগাদ সি বি আই এর দল বেরিয়ে যায়। বাড়িতে ঢুকে তার দুটি ফোন ও তার স্ত্রী একটি ফোন সিবিআই খতিয়ে দেখে।তাতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য নেয় তারা।

এরপর বাড়ির বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় ।এরপর দুটি নথি নিয়ে তারা জয়দ্বীপের বাড়ি থেকে চলে যায়। দুটি বায়োডাটা তার বাড়িতে ছিল। সেই দুটি বায়োডাটা নিয়ে যায় বলে জয়দীপ দাস নিজে জানিয়েছে।

North24Paragana1

May 03 2023, 17:50

দশম দিনেও কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্তে অনড় ব্যারাকপুর আদালতের আইনজীবীরা


উত্তর ২৪ পরগনা: আজ দশম দিনেও কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্তে অনড় রইলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা। টানা ১০ দিন ব্যারাকপুর আদালতের আইনজীবীদের কর্মবিরতির ফলে বিচার প্রার্থী এবং তাদের পরিবারের লোকদের যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। যে দাবিদাওয়ার ভিত্তিতে আইনজীবীরা কর্মবিরতি শুরু করেছিলেন তার কোনও সদুত্তর কর্তৃপক্ষের থেকে এখনও না পাওয়ায় পূর্ব ঘোষণা মতো এদিন ফের আদালতে বৈঠকে বসেন ব্যারাকপুর আদালতের যৌথ বার অ্যাসোসিয়েশনের সদস্য সহ অন্যান্য আইনজীবীরা।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কর্মবিরতি যেমন চলছে তেমন চলবে। এরমধ্যে কোনও সুরাহা না হলে আগামী দিন গুলো ফের তাঁরা বৈঠকে বসে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করবেন। ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় বলেন, 'আমরা যে দাবির ভিত্তিতে কর্মবিরতি শুরু করেছি তা লিখিত আকারে ইতিমধ্যে আইন মন্ত্রী মলয় ঘটককে জানিয়েছি। কিন্তু এখনও কোনও সুরাহার বার্তা আমরা পাইনি।

তাই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে আমরা এখনই পিছু হটছি না'। যে দাবিদাওয়ার ভিত্তিতে কর্মবিরতি চলছে তার মধ্যে রয়েছে সিভিল জজ সিনিয়র ডিভিশন কোর্ট বারাসাত আদালত থেকে ব্যারাকপুরে স্থানান্তর, পকসো আদালতে স্পেশাল বিচারক, এনডিপিএস এবং ইলেকট্রিসিটির জন্য পৃথক কোর্ট, ক্যান্টিন, বিচার প্রার্থীর বাড়ির লোকদের জন্য শৌচালয়, পরিশ্রুত পানীয় জল সরবরাহ, আদালত চত্বরে সিসি ক্যামেরা লাগানো সহ একগুচ্ছ দাবি।

আইনজীবীদের সাথে টাইপিস্ট, ল"ক্লার্করাও আন্দোলনের সামিল হন। আজ আদালতে আসেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, তিনি উত্তর ২৪ পরগনার জোনাল জাজ। তাদের সাথে আলোচনায় বসেন তিনি।

North24Paragana1

May 03 2023, 15:01

হিঙ্গলগঞ্জের সুন্দরবনের যোগেশগঞ্জে ঘাসফুল শিবিরে আবার বড়োসড়ো ভাঙ্গন


উত্তর ২৪ পরগনা:হিঙ্গলগঞ্জের সুন্দরবনের যোগেশগঞ্জে ঘাসফুল শিবিরে আবার বড়োসড়ো ভাঙ্গন ধরালো সিপিএম দক্ষিণ এরিয়া কমিটি।।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের যোগেশগঞ্জ বাজারে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তথা সিপিআইএমের এক পথসভা অনুষ্ঠিত হল।

বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিভিন্ন রকম দুর্নীতি, তার বিরুদ্ধে এই প্রতিবাদ সভা। সদস্য কলতন দাশগুপ্ত তিনি বলেন, রাজ্যের চাকরি নেই, শিল্প নেই, যোগ্য প্রার্থীদের কাজ নেই তার প্রতিবাদে সভা।

তিনি আরো ও বলেন আজকের সভা থেকে আমাদের দাবি সব পেটে ভাত চাই সব হাতে কাজ চাই চোরেদের শাস্তি চাই। মৃনাল কান্তি গায়েন তিনি আজ সিপিএম এ যোগদান করলেন । তিনি আগে কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন। তার সাথে সাথে আরো ও ৩০টি পরিবার যোগদান করেছেন বলে জানিয়েছেন।

আর এই নিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার এস টি এস সি ওবিসি ছেলের সভাপতি সুরজিৎ বর্মন তিনি জানিয়েছেন , মৃনাল বাবু সিপিএমের ছিলেন আগে তারপরে তৃণমূল ক্ষমতায় আসলে দলে এসেছিলেন। তার দুর্নীতি করার অভ্যাস আছে কিন্তু বর্তমান শাসক দল সেটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য তুমি আবার নিজের জায়গায় ফিরে গেছেন। সুরজিৎ বর্মন আরো জানিয়েছেন সামনে পঞ্চায়েত নির্বাচন তাই এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে সাথে সিপিএমও।

North24Paragana1

May 02 2023, 14:39

নৈহাটিতে বন্ধুকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র


উত্তর ২৪ পরগনা:গঙ্গায় স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র। নৈহাটি থানার লিচুবাগান ঘাটের ঘটনা। নিখোঁজ দুই যুবকের নাম শুভম দে ( ১৮) ও সুজল সাউ ( ১৭)। শুভমের বাড়ি নৈহাটির মক্রেশ্বর ঘাট রোডের বাসিন্দা শুভম।

এবছর নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে। নৈহাটির সঞ্জীব চ্যাটার্জি রোডের বাসিন্দা সুজল মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমেছিল। বন্ধু সুজলকে তলিয়ে যেতে দেখে শুভম বাঁচাতে গেলে দুজনেই গভীর জলে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে দুজনের খোঁজ চলছে।